রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে টাঙ্গাইল জেলা প্রশাসকের কক্ষে মতবিনিময় সভা
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০০:৩৩
রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে টাঙ্গাইল জেলা প্রশাসকের কক্ষে মতবিনিময় সভা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে রমজানে বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৬ মার্চ) সকালে কনজুমারস অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো.ওলিউজ্জামান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দীন, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ও জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো.সিকদার শাহীনুর আলম প্রমুখ।


রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ রাখতে সভায় বক্তব্য রাখেন, কনজুমারস অ্যাসোসিয়েশনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মঞ্জু রাণী প্রমানিক, সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জুবায়ের উজ্জল, কৃষি বিপননীর কর্মকতা ফারজানা আক্তার ও পার্ক বাজার সমিতির সভাপতিসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তারা।


এসময় বক্তারা বলেন, আসছে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বক্তারা আরও বলেন, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী ভালো নেই। বাজারে নিত্যপণ্যের দাম যেভাবে আকাশ ছুঁয়েছে, তাতে সীমিত আয়ের মানুষের সংসার চালানোই দায় হয়ে পড়েছে। এপরিস্থিতিতে নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তার জন্য বাজার করা আর্থিক ও মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে আলোচনা করেন উপস্থিত সকলেই।


বিবার্তা/ইমরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com