ট্যানারির পানি বর্জ্য শোধনাগার সমাধানে ৩ মন্ত্রী
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১৯:২৪
ট্যানারির পানি বর্জ্য শোধনাগার সমাধানে ৩ মন্ত্রী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুব শীঘ্রই সাভারের বিসিক শিল্প নগরী ট্যানারির পানি বর্জ্য শোধনাগার (সিইটিপি) সমস্যা সমাধান করে দেশের ক্রাস্ট চামড়া ফিনিশ করে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানী করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।


৬ মার্চ, বুধবার বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীতে শিল্প মালিক ও সংশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন।


প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেন,একটি বিদেশি প্রতিষ্ঠান সিইটিপির সমস্যা সমাধান না করে চলে গেছে এজন্য তাদের টাকা পয়সা আটকিয়ে দেয়া হয়েছে। তারা আর কখনো বাংলাদেশে কাজ করতে পারবে না। এছাড়া কোনো ট্যানারি মালিক যদি নিজের টাকায় সিইটিপি নির্মাণ করতে চায় তা পারবে বলেও বলেন তিনি।


এসময় শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন বলেন, এখন থেকে ট্যানারি থেকে কেউ বর্জ্য বের করে অন্য যায়গায় নিতে পারবে না যদি কেউ অন্য যায়গায় নিয়ে বিক্রি করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


এছাড়া বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, ইতিমধ্যে পরিবেশ দূষণের অভিযোগে অনেক ট্যানারির ছাড়পত্র বাতিল করা হয়েছে নতুন করে কেউ পরিবেশ দূষণ করতে পারবে না বলে জানান তিনি।


এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com