কুতুপালংয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৫
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১৮:৩৭
কুতুপালংয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৫
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উখিয়া থানার কুতুপালং বাজারের এমএসএফ হাসাপাতালের সামনে ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা যাত্রী মৌলভী ইদ্রিস নামক এক রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন যাত্রী। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


৬ মার্চ, বুধবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। একইদিক থেকে আসা একটি ট্রাক যাত্রীবাহী অটোকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে ঘঘটনাস্থলেই নিহত হয় মৌলভী ইদ্রিস।


উখিয়া থানার শাহপরীর হাইওয়ের উপ-পরিদর্শক নাজমুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং গাড়ি দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেন।


প্রত্যক্ষদর্শীদের বরাতে নাজমুল জানান, টমটমে চড়ে কুতুপালং বাজার থেকে বালুখালী যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৌলভী ইদ্রিসকে মৃত বলে জানান উদ্ধারকারীদের।


নিহত মৌলভী ইদ্রিস রোহিঙ্গা ক্যাম্প-১৪ এর ব্লক-এ-৫ এ বসবাস করতেন। এছাড়াও আহতরা হলেন, পালংখালী ঘোনারপাড়া আব্দুস সালামের ছেলে ড্রাইভার খায়রুল বাশার (৪০) আব্দুল বাশারের ছেলে নুরুল আমিন (৫০), কলিম উল্যাহ (২০), রহিমা খাতুন (৫০), নুর হাসিম (১২)।


বিবার্তা/ফরহাদ/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com