
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণ, নারী হুইপ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যগণ শ্রদ্ধা নিবেদন করেছেন।
৬ ফেব্রুয়ারি, বুধবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিসৌধে নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণ, নারী হুইপ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যগণ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান এমপি, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুর নাহার এমপি, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো.আব্দুল ওয়াদুদ এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম রোকেয়া সুলতানা এমপি, জাতীয় সংসদের হুইপ এডভোকেট সানজিদা খানমসহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
পরে তারা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
বিবার্তা/সঞ্জয়/রোমেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]