
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সাবেক ইমারজেন্সি মেডিক্যাল অফিসার (ইমও) ডা. মোফাজ্জল হোসেনের (৬০) রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
নিহত ডা. মোফাজ্জল হোসেন দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের শুভকী-কৈজুরি গ্রামের মৃত কবীর উদ্দিনের ছেলে।
৬ মার্চ, বুধবার সকালে নিজ বাসায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই মো. আব্দুর রউফ সরকার বলেন, ডা. মোফাজ্জল হোসেন দীর্ঘ ১২ বছর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মরত ছিল। চাকরি শেষে সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে এসেছেন। মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাতে ডা. মোফাজ্জল হোসেনের একমাত্র মেয়ে মৌরি ও স্ত্রীর সাথে কোন এক বিষয়ে কথা কাটাকাটি হয়। ভোরে শুনতে পারি আমার ভাই ডা. মোফাজ্জল হোসেন স্ট্রোক করে মৃত্যু বরণ করেছে। এ নিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানায়, ডা.মোফাজ্জল হোসেনের ছেলে সন্তান না থাকায় একমাত্র কন্যা মৌরি ঢাকার বাসাসহ অন্যান্য সম্পদ কৌশলে লিখে নিয়েছেন। গ্রামের বাড়ির সম্পত্তির জন্য বাবা-মেয়ের মধ্যে গোপনে বাকযুদ্ধ চলছিল দীর্ঘদিন ধরে। চাকরি থেকে অবসর নিয়ে গত ছয়মাস যাবৎ গ্রামের বাড়িতে এসেছেন তিনি। এই ছয় মাসের মধ্যে ডা. মোফাজ্জল হোসেনকে বাহিরে যেতে দেয়নি তার স্ত্রী। এছাড়াও ওই বাড়িতে প্রতিবেশী কাউকে যেতে দেওয়া হতো না। মেয়ে ও স্ত্রী বাহিরে গেলে তাকে ঘরে তালাবদ্ধ করে রেখে যেতো। মঙ্গলবার দুপুরে স্বামীর বাড়ি থেকে মেয়ে এসেছেন। বুধবার সকালে শুনতে পাই ডাক্তার মোফাজ্জল হোসেন মৃত্যুবরণ করেছে। তারা আরো জানায় এটা স্বাভাবিক মৃত্যু নয়। গ্রামের বাড়ির সম্পদের জন্য এ ঘটনা ঘটতে পারে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে দেখা যায় তার গলায় ক্ষত ও দুই কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/ইমরুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]