
টাঙ্গাইলের গোপালপুরে পৃথক স্থানে দুই ট্রাক চাপায় সরস্বতী দেবনাথ (৫৭) ও শিশু সিয়াম (৮) নামে দুইজন নিহত হয়েছে।
৫ মার্চ, মঙ্গলবার সকালে উপজেলার মির্জাপুর উত্তরপাড়া ও দুপুরে ধোপাকান্দি ইউনিয়নের ভূটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিয়াম উপজেলার মির্জাপুর উত্তরপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে এবং সরস্বতী দেবনাথ পার্শ্ববর্তী মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের সুভাষ দেবনাথের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ভূটিয়া এলাকায় একটি অনুষ্ঠান শেষে মধুপুর যাওয়ার সময় অটো থেকে সরস্বতী দেবনাথ পড়ে যায়। এসময় পেছন দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপরদিকে, সকালে মির্জাপুর উত্তরপাড়া এলাকায় শিশু সিয়াম অটো থেকে নেমে দৌড়ে রাস্তা পাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই শিশুর মৃত্যু হয়।
এ ঘটনায় গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত নারী ও শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]