
নোয়াখালির বাহালুল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মেহেদী হাসানকে প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী তুলে নিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে।
সোমবার (৪ মার্চ) রাত ৮টার দিকে আকস্মিক ফোন কলে এ হুমকি দেন তিনি। ৫ মার্চ, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী চেয়ারম্যান এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান বলেন, 'আমি মো. মেহেদী হাসান, বাহালুল উপজেলাধীন ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের জনগণের নির্বাচিত চেয়ারম্যান। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম আতিক উল্যাহ বিএসসি এই ইউনিয়ন পরিষদের পরপর কয়েকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এ ছাড়াও আমার বাবা দীর্ঘ ২৭ বছর পর্যায়ক্রমে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমিও আমার বাবার ন্যায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি।
তিনি বলেন, আমি অত্যন্ত ব্যথিত ও ভীতসন্ত্রস্ত হয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। গতকাল ৪ মার্চ ২০২৪ইং তারিখে সভা চলাকালীন সময় আমি কুলশ্রী গ্রামে একটি রাজনৈতিক সভায় আনুমানিক রাত ৮টা ১২মিনিটে মোবাইল নং-০১৭১১****৬৬ থেকে জাহাঙ্গীর আলম সাহেব (মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী) আকস্মিক ফোন করে নিজের পরিচয় দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং অশালীন আচরণ করেন। এছাড়াও আমাকে যে কোনো সময় তুলে নিয়ে মেরে ফেলার হুমকি দেন।
তিনি আরো বলেন, আমি আপনাদের মাধ্যমে চাটখিল-সোনাইমুড়ীর গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব এইচ এম ইব্রাহীম এমপি মহোদয়কে ও আমার ইউনিয়নবাসীসহ চাটখিল উপজেলা এবং দেশবাসীকে বিষয়টি অবহিত করলাম। আমি এর ন্যায় বিচারের জন্য প্রশাসনের সু-দৃষ্টি আকর্ষণ করছি।
বিবার্তা/মোবারক/রোমেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]