
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিঝুম আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। ৫ মার্চ, মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।
এর আগে সোমবার (৪ মার্চ) বিকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাইচ্ছুটি পেট্রোল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হয় নিঝুম।
নিহত নিঝুম ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মাস্টার পাড়া শহীদুল আলমের একমাত্র মেয়ে ও জেলার জয়নাল হাজারী কলেজের শিক্ষার্থী।
ঘটনার দিন কলেজের টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ শেষে বাড়িতে যাওয়ার পথে ভুল পরিবহনে ওঠে কাইচ্ছুটি ইউনিভার্সেল পাম্পের সামনে গিয়ে নেমে যায় এবং ফের বাড়ির পথে আসার জন্য সড়ক পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম রয়েল হাসপাতালের সিইসি ইউ-তে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহতের পিতা শহীদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, কলেজে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তার একমাত্র মেয়ে মারা গেছেন।
বিবার্তা/মনির/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]