
পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সাথে দ্বিতীয়বারের মত শান্তি প্রতিষ্ঠা কমিটির সরাসরি বৈঠক সম্পন্ন হয়েছে।
৫ মার্চ, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়া কমিউনিটি সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শান্তি প্রতিষ্ঠা কমিটির সভাপতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার নেতৃত্বে মুখপাত্র কাঞ্চনজয় তংচঙ্গ্যা ও সদস্য সাংবাদিক মনিরুল ইসলাম মনুসহ জেলা প্রশাসনের ১৪ জন ও কেএনএফ'র পক্ষ থেকে কেন্দ্রীয় নেতা লালজংময়, লাললম সাং বমসহ ৮ জন সদস্য বৈঠকে অংশ নিয়েছেন।
এসময় শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে দ্বিতীয় দফা বৈঠকের আলোচনা সফল ও সন্তোষজনক হয়েছে বলে জানান কেএনএফ এর শীর্ষ নেতারা।
বৈঠক শেষে শান্তি প্রতিষ্ঠা কমিটির সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, পূর্বের চেয়ে এবারের আলোচনা ফলপ্রসূ হয়েছে। কিছু দাবি নিয়েও নতুন করে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এদিকে বৈঠককে ঘিরে এলাকায় বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে।
পাহাড়ে চলমান সংঘাত নিরসনে গঠিত শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে এটি দ্বিতীয়বারের মত কেএনএফ'র সরাসরি বৈঠক।
উল্লেখ্য, গত বছরের আগস্ট থেকে পাহাড়ে কেএনএফ তৎপরতা শুরু করে। এদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত সেনাবাহিনীর ৫ সদস্যসহ ২২ জন নিহত হয়। এছাড়া কেএনফের ১৭ সদস্যকে আটক হয়।
বিবার্তা/হ্লাসিং/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]