নরসিংদীতে মোবাইলের চার্জার পেঁচিয়ে স্ত্রীকে খুন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ১৯:৩১
নরসিংদীতে মোবাইলের চার্জার পেঁচিয়ে স্ত্রীকে খুন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর মনোহরদীতে শিউলী আক্তার নামে এক গৃহবধূকে মোবাইলের চার্জার গলায় পেঁচিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।


৫ মার্চ, সোমবার উপজেলার কৃষ্ণপুর ইউপির হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।


ঘাতক স্বামী রুবেল রানা মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার সাতগ্রাম গ্রামের বাহাদুর মিয়ার ছেলে।


এ ঘটনায় নিহতের মা রাখি বেগম বাদী হয়ে মনোহরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে রুবেল রানাকে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।


জানা যায়, আনুমানিক ৬ বছর আগে শিউলি আক্তার জীবিকার সন্ধানে সৌদি আরব পাড়ি জমায়। এক সঙ্গে কাজের সুবাদে সেখানে রুবেল রানার সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দেড় বছর আগে রুবেল রানা তার স্ত্রী শিউলিকে নিয়ে নিজ বাড়িতে আসেন। সেখানে এক বছর থাকার পর ৬ মাস আগে স্ত্রী শিউলীর বাবার বাড়ি মনোহরদীতে আসেন রুবেল।


শ্বশুরবাড়িতে স্থায়ীভাবে (ঘর জামাই) থাকার সিদ্ধান্ত নেন তিনি। সম্প্রতি রুবেল রানা পুনরায় বিদেশে যাওয়ার আগ্রহের কথা স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনকে জানায়। তারাও তাকে বিদেশে পাঠাতে রাজি হন। বিদেশে যাওয়ার জন্য তাকে ঢাকায় ভাষা ট্রেনিং করানোর জন্যেও পাঠানো হয়। ট্রেনিং পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে তার বিদেশ যাওয়া ভেস্তে যায় এবং সে শ্বশুর বাড়িতে চলে আসে।


এক পর্যায়ে রুবেল বিদেশ যেতে না পারার জন্য স্ত্রী শিউলি আক্তার ও তার পরিবারের লোকজনকে দোষারোপ করতে শুরু করে। এ বিষয়টি নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়া হতো। এরই জেরে শিউলি আক্তারকে গলায় মোবাইলের চার্জার পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


মনোহরদী থানার ওসি মো. আবুল কাশেম ভূঁইয়া বলেন, এ ঘটনায় নিহতের মা রাখি বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার ২৪ ঘণ্টা না পেরোতেই আসামিকে গ্রেফতার করা হয়েছে।


বিবার্তা/কামাল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com