
কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের মগপাড়া এলাকায় ছনের ঝুপড়ি ঘরে লাগা আগুনে অগ্নিদগ্ধ হয়ে কেয়ারটেকার আবুল হোসেন (৭২) নামের এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছে।
৪ মার্চ, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আব্দুস সালামের পুত্র। তিনি আনুমানিক ২০/২৫ বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে আগমন করে বলে জানা যায়।
টেকনাফ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মগপাড়া এলাকায় সালামত উল্লাহ বাড়ির কেয়ারটেকার ছনের ঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। বৃদ্ধ কেয়ারটেকার ছনের ঘর থেকে বের হতে না পাড়ায় ঘরের ভিতরে আগুনে পুড়ে মারা যান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, নিহত আবুল হোসেন রোহিঙ্গা। ফায়ার সার্ভিস আসার আগেই মৃত্যু হয় তার। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
বিবার্তা/ফরহাদ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]