পাংশায় মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ১৮:৫১
পাংশায় মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশা উপজেলায় মো. নাসির উদ্দীন মল্লিক (২৫) নামে এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


৫ মার্চ, মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এ দণ্ডাদেশ দেন।


দণ্ডপ্রাপ্ত নাসির উদ্দীন মল্লিক উপজেলার পাট্টা ইউনিয়নের মাদুলিয়া এলাকার আলাউদ্দিন মল্লিক এর ছেলে।


উপ-পুলিশ পরিদর্শক মো. ওবাইদুর রহমান জানান, আসামির পিতা মাতার অভিযোগের প্রেক্ষিতে পাট্টা ইউনিয়নের মাদুলিয়া থেকে মাদকসেবন অবস্থায় তাকে আটক করা হয়।


পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এ রায় দেন। মাদকসেবনকারীকে কারাগারে পাঠানো হবে বলে তিনি জানান।


বিবার্তা/মিঠুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com