
ফেনীতে দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৫ মার্চ, মঙ্গলবার দুপুরে জেলার দাগনভূঞা ও ছাগলনাইয়াতে অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে তাদেরকে কারাদণ্ড দেয়া হয়।
সূত্র জানায়, মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোজাম্মেল হকের নেতৃত্বে গঠিত ট্রাস্কফোর্স আলাইয়ারপুরে অভিযান চালান।
এসময় ওই গ্রামের আবু তাহেরের ছেলে আবুল বশর রাজীবকে (৩৩) ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিবেদিতা চাকমা রাজীবকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অপরদিকে, একই দিন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবু তাহেরের নেতৃত্বে মাদক বিরোধী ট্রাস্কফোর্স উপজেলার ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালায়।
এসময় শিকারি বাড়ির আমির হোসেনের ছেলে নজরুল ইসলাম বশীরকে (৩৩) চোলাইমদসহ আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফুল ইসলাম কমল মাদকাসক্ত বশীরকে সাতদিনের কারাদণ্ড দেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোজাম্মেল হক অভিযান ও কারাদণ্ডের তথ্য নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/মনির/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]