
ঢাকার বেইলি রোড দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। সারাদেশের মতো কক্সবাজারের হোটেল মোটেল জোনে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। এসময় অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারে নানান ত্রুটি পাওয়ায় কক্সবাজারের তারকা হোটেল লং বিচকে ১ লাখ টাকা জরিমানা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। অন্য হোটেলেও অভিযান চলমান রয়েছে।
৫ মার্চ, মঙ্গলবার সকাল ১১টা থেকে কক্সবাজারের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও পুলিশ অভিযানে অংশ নেয়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার দোলন আচার্য্য (পিএফএমএস) বলেন, কক্সবাজার লং বিচ হোটেলে অগ্নিনির্বাপক যন্ত্র অচলসহ নানান ত্রুটি পাওয়া গেছে। এ কারণে তাদেরকে দুই মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। এসময়ের মধ্যে অচল যন্ত্রসহ অন্যান্য ত্রুটিগুলো ঠিক করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম জানান, স্মোক ডিটেক্টর অকেজো, এক্সটিংগুইশার সহজে ব্যবহার করা যায় এমন জায়গায় না রাখাসহ বিভিন্ন ত্রুটি পাওয়া যায়। এছাড়াও দৃশ্যমান জায়গায় মূল্য তালিকা না রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণের আইন অনুযায়ী ৫২ ধারায় লং বিচ হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, এ অভিযান হোটেল মোটেল জোনে চলমান রয়েছে।
বিবার্তা/ফরহাদ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]