রাজধানীর হাজারীবাগ থানাধীন উত্তর সোনাটেঙ্গর ও দক্ষিণ সোনাটেঙ্গর শ্রীখণ্ড মৌজায় ৫৪.৯৭১ একর জমিতে ঢাকা ওয়াসা পয়ঃশোধনাগার (এসটিপি) নির্মাণ করার জন্য জমি ক্রয় করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসীরা।
৫ মার্চ, দুপুরে হাজারীবাগের বউবাজার এলাকায় হাজার হাজার এলাকাবাসী হাতে হাত ধরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
এতে প্রতিটি পরিবারের বাবা মায়ের পাশাপাশি ছোট ছোট শিশুরাও অংশ গ্রহণ করেন।
মানববন্ধন থেকে এসময় এলাকাবাসী জানায়, হাজারীবাগ থানাধীন উত্তর সোনাটেঙ্গর ও দক্ষিণ সোনাটেঙ্গর শ্রীখণ্ড মৌজায় ৫৪.৯৭১ একর জমিতে অনেক বছর ধরে অনেক পরিবার বহুতল ভবন নির্মাণ করে বসবাস করে আসছে।
সম্প্রতি সেখানে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ পয়ঃশোধনাগার এসটিপি নির্মাণ করার জন্য জমি ক্রয় করার জন্য সরকারি ভাবে উদ্যোগ নেন। এলাকাবাসী নিজেদের জমি জমা থেকে উঠবে না এই মর্মে ও অন্য স্থানে পয়ঃশোধনাগার এসটিপি নির্মাণ করার জন্য ওয়াশার প্রতি আহ্বান জানিয়ে আজ তারা সেখানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এসময় তারা বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি হস্তক্ষেপ কামনা করেন।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]