
ভোলায় ১০৩ পিচ ইয়াবা সহ মো. সোহাগ (৪৫) ও বিপ্লব কুমার দে (৪২) নামের দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৪ মার্চ, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভাধীন ভোলা সদর উপজেলা পরিষদের সামনে পাকা সড়কের উপর থেকে তাদের আটক করা হয়।
আকটকৃত মো. সোহাগ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর রমেশ গ্রামের মৃত নুরু ইসলামের ছেলে ও বিপ্লব কুমার দে ভোলা পৌরসভা ৫নং ওয়ার্ডের মৃত বিমল চন্দ্র দে’র ছেলে।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম, পৌরসভাধীন ভোলা সদর উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে পাকা সড়কের উপর থেকে ১০৩ পিচ ইয়াবাসহ মো. সোহাগ ও বিপ্লব কুমার দে নামের দুই যুবককে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।
বিবার্তা/শাহীন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]