৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক সমাবেশ
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ১৮:১০
৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত দশম ওয়েজবোর্ড গঠন, ষাটোর্ধ সাংবাদিকদের জন্য পেনশন চালু, বেতন-ভাতা নিয়মিতকরণ, আবাসন সমস্যার সমাধান, জাতীয় সম্প্রচার আইন চালুসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে, আগামী ৬ মার্চ, বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে।


দাবি বাস্তবায়নের বিএফইউজে'র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে ওইদিন সকাল ১১টায় অনুষ্ঠিতব্য এ সাংবাদিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক।


প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মধু সদন মন্ডল, সহ-সভাপতি শহীদুল হক, যুগ্ম মহাসচিব শেখ মামুন, যুগ্ম মহাসচিব কাজী মহসিন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি দীপক চৌধুরী বাপ্পী।


অনুষ্ঠানকে সফল করার জন্য সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।


বিবার্তা/নিয়ামুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com