টেকনাফে একবারে ধরা পড়ল ৪ টন ওজনের ৩২০টি উলুয়া মাছ
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ১৩:০৯
টেকনাফে একবারে ধরা পড়ল ৪ টন ওজনের ৩২০টি উলুয়া মাছ
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি মাছ ধরা ট্রলারের জালে একটানে ছোট-বড় ৩২০টি উলুয়া মাছ ধরা পড়েছে।


রবিবার (৩মার্চ) বিকেল চারটার দিকে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়ার পূর্ব-দক্ষিণে বাংলাদেশের জলসীমানায় বঙ্গোপসাগরের ‘মৌলভীর শীল’ এলাকায় মাছগুলো জেলেদের জালে ধরা পড়ে।


ধরা পড়া ৩২০টি মাছের মধ্যে ৫৫টি মাছের ওজন ৮ থেকে ১০ কেজি। বাকি ২৬৫টি মাছের ওজন ১১ থেকে ১৭ কেজি। প্রায় ৪ টন ওজনের মাছগুলো ১৫ লাখ টাকায় বিক্রি করা হয়।


উলুয়া মাছকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘নাগু মাছ’ বলা হয়। মাছটির বৈজ্ঞানিক নাম ক্যারানক্স ইগনোবিলিস। ইংরেজিতে জায়ান্ট ট্রেভেলি বলা হয়।


এমভি দেলোয়ার নামের একটি মাছ ধরা ট্রলারে মাছগুলো ধরা পড়ে। ট্রলারের মালিক টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


ওই ট্রলারের মাঝি আজিজুল হক জানান, দুপুর ১২টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদিয়ার পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরের ‘মৌলভীর শীল’ এলাকায় তারা জাল ফেলেন। কয়েক ঘণ্টা পর বিকেলে জালে মাছের ঝাঁক আটকা পড়লে সাগরের পানি নড়াচড়া করতে দেখেন। জেলেরা বুঝতে পারেন, জালে মাছের বড় ঝাঁক আটকা পড়েছে। তখন আশপাশের জেলেদের খবর দিয়ে জাল টানা শুরু করলে নাগু মাছের ঝাঁক উঠে আসে। প্রতিটি মাছের ওজন ৮ থেকে ১৭ কেজি পর্যন্ত। সেখান ট্রলার মালিককে বিষয়টি জানানো হয়। রাত নয়টার দিকে মাছ নিয়ে টেকনাফের কায়ুকখালীয়া ফিশারিজ ঘাটে আসেন।


মাছ ব্যবসায়ী ছৈয়দ আলম ও মোহাম্মদ সাইফুল বলেন, তারা কয়েকজন মিলে ২৬৫টি (তিন টন) মাছ কিনে নিয়েছেন। এসব মাছ তারা ঢাকা-চট্টগ্রামে সরবরাহের পাশাপাশি স্থানীয় বাজারে আকারভেদে প্রতি কেজি সাড়ে ৫০০ টাকা দরে বিক্রি করবেন। ঢাকা-চট্টগ্রামের হাটবাজারে এ মাছের কদর আছে বলে তারা জানান।


টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী এম কায়সার বলেন, ‘মাছগুলো দেখে লোভ সামলাতে না পেরে ৫ হাজার টাকায় ১৫ কেজি ওজনের একটি মাছ কিনেছি। চট্টগ্রামে পরিবারের জন্য মাছটি পাঠাব।


টেকনাফের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরে জেলেদের জালে মাছ ধরা পড়ার বিষয়টি অবশ্যই সুখবর।


বিবার্তা/ফরহাদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com