উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ‘আরসা’ সদস্য গ্রেফতার
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ২০:১৯
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ‘আরসা’ সদস্য গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।


এপিবিএনের দাবি, গ্রেফতার ব্যক্তি মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার সদস্য।


৩ মার্চ, রবিবার ভোরে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লক এবং চার নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


১৪ এপিবিএনের সহঅধিনায়ক ও পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, গ্রেফতার ব্যক্তির নাম সৈয়দ হোসেন (৩২)। তিনি উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পের এ-ব্লকের সাবের আহমদের ছেলে। তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা হয়েছে।


পুলিশ সুপার বলেন, ভোরে ক্যাম্পের এ-ব্লক এবং চার নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী পাহাড়ে নূর আলমের টং দোকানের সামনের রাস্তায় কয়েকজন সশস্ত্র ব্যক্তি অবস্থান করছে বলে খবর পাওয়া যায়।


এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই-তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে তাদের মধ্যে একজনক আটক করা সম্ভব হয়। পরে ওই ব্যক্তির শরীর তল্লাশি করে একটি বন্দুক ও গুলি পাওয়া যায়।


মো. আরেফিন জুয়েলের দাবি, আটক সৈয়দ হোসেন মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় সদস্য। কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশেই সঙ্গীদের সঙ্গে তিনি ক্যাম্পে অবস্থান নিয়েছিলেন।


বিবার্তা/ফরহাদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com