
জামালপুরের সরিষাবাড়ীতে ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ মার্চ, রবিবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বয়ড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ.ফ.ম শাহান শাহ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকরামুল হক লালন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ৪ বারের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সামস উদ্দিন সামস।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহাম্মেদ, ইউপি সদস্য আমির হোসেন মনো, মোবারক আলী, সোনা মিয়াসহ ব্যবসায়ী ও সুধীজন। পরে মৃত ব্যবসায়ীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিবার্তা/মোস্তাক/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]