
ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব প্রতিরোধ এবং এর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় করণীয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২ মার্চ, শনিবার সকালে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (স্যাকমিড) এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্যাকমিড এর প্রোগ্রাম অফিসার ইয়াসিন আহমেদের সঞ্চালনায় কর্মশালায় মূল বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ আদনান ফাহাদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আরজু, একাত্তর টিভির জেলা প্রতিনিধি জালাল উদ্দিন রুমি, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশেক মান্নান হিমেল, জেলা পরিষদের সদস্য প্রভাষক রুমানুল ফেরদৌসী প্রমুখ।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা গুজবের বিভিন্ন ক্ষতিকর প্রভাব এবং গুজব প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]