মহেশপুর সীমান্ত থেকে পাঁচ কেজি স্বর্ণের বার উদ্ধার
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ২২:৪০
মহেশপুর সীমান্ত থেকে পাঁচ কেজি স্বর্ণের বার উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের মহেশপুর থেকে পাঁচ কেজি ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


২ মার্চ, শনিবার দুপুরে উপজেলার মাটিলা সীমান্ত এলাকা থেকে স্বর্ণের এই বার উদ্ধার করা হয়।


বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, চোরাকারবারিরা মহেশপুরের মাটিলা এলাকা দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তে গমন করবে। এমন তথ্যের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে মাটিলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৫১ হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ্যাম্বুশ স্থাপন করে।


বেলা পৌনে ১২ টার সময় চোরাকারবারি সীমান্ত সংলগ্ন কৃষি জমিতে কাজ করার বাহানায় স্বর্ণের চালানটি নেয়ার চেষ্টাকালে এ্যাম্বুশ দল চ্যালেঞ্জ করে। সেসময় চোরাকারবারিরা প্যাকেটটি ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।


পরে টহলদল ঘটনাস্থল থেকে সাদা প্যাকেটে মোড়ানো অবস্থায় ৫টি স্বর্ণের বার (প্রতিটি ১ কেজি করে সর্বমোট ০৫ কেজি) উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বারের বাজার মূল্যে আনুমানিক সাড়ে ৪ কোটি টাকা বলে জানায় বিজিবি।


বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৫৮’র পিএসজিজি পরিচালক, অধিনায়ক এইচ এম সালাহ্উদ্দিন চৌধুরী।


বিবার্তা/রায়হান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com