কুষ্টিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১৫:২২
কুষ্টিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘সঠিক তথ্য ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।


এ উপলক্ষ্যে ২ মার্চ শনিবার সকাল ১০টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জুবায়ের তারিক। সভা সঞ্চালন করেন সদর উপজেলা নির্বাচন অফিসার সহিদুর রহমান।


সভায় বক্তারা বলেন, নতুন ভোটাররা এখন ঝামেলা ছাড়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন। তবে সঠিক তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতা সম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।


জাতীয় পরিচয়পত্রের সুফল সম্পর্কে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিত তাদের বয়স আঠারো বছর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া।


এ সময় আমন্ত্রিত সুধীজনসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরআগে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


এছাড়াও দিবসটি উপলক্ষ্যে জেলা নির্বাচন অফিসে চত্বরে ভোটার সেবা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com