চল্লিশোর্ধ্ব স্কাউটারদের পায়ে হেঁটে ৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ২০:৪৬
চল্লিশোর্ধ্ব স্কাউটারদের পায়ে হেঁটে ৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে চল্লিশোর্ধ্ব স্কাউটারদের পায়ে হেঁটে ৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ যাত্রা শুরু হয়েছে।


১ মার্চ, শুক্রবার সকাল ৮টায় উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে দীর্ঘপথ পরিভ্রমণ যাত্রা করে দলটি।


আগামীকাল (২ মার্চ) শনিবার কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ পরিভ্রমণ শেষ হবে দলটির।


চল্লিশোর্ধ্ব স্কাউটারদের শারীরিক ফিটনেস অর্জন ও ঠিক রাখতে পায়ে হেঁটে ৫০ কি. মি. পথ তাদের এ ভ্রমণ যাত্রা।


পরিভ্রমণকারী দলের সদস্যদের মধ্যে রয়েছেন, জাহাঙ্গীর হোসেন (উডব্যাজার) কাবশাখা (পর্যবেক্ষক), মিজানুর রহমান, (উডব্যাজার) স্কাউট শাখা (দলনেতা), শাহরিয়ার জাহান (সিএলটি) কাব শাখা, (নির্দেশক), জহুরুল ইসলাম উডব্যাজার ও মাসুদুর রহমান (উডব্যাজার)।


পরিভ্রমনকারী দলটি দৌলতপুর, রিফাইতপুর, ঝাউদিয়া, শেরপুর, চুনিয়ামোড়, মিরপুর, হয়ে কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ, ত্রিমোহনী, মজমপুর হয়ে ডিসি কোর্ট পর্যন্ত পরিভ্রমণকালে তারা সমাজ সচেতনতামূলক স্লোগান প্রচার করবে। এরমধ্যে রয়েছে ‘প্রকৃতি সংরক্ষণ করি, পৃথিবীকে সুস্থ রাখি’, ‘স্কাউটিং এ সম্পৃক্ত হই, নেশাকে না বলি, জীবনকে রিসাইকেলিং করি’ ইত্যাদি।


বাংলাদেশ স্কাউটস দৌলতপুরের কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলামের প্রত্যয়ন নিয়ে চল্লিশোর্ধ্ব স্কাউটারদের দৌলতপুর থেকে কুষ্টিয়া পর্যন্ত ৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণে স্কাউটার ও সচেতন মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।


বিবার্তা/শরীফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com