
ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের পাঁচজনের নামাজের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
১ মার্চ, শুক্রবার বিকেল আসরের নামাজের পর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের খন্দকার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
এতে আত্মীয়স্বজন, গ্রামবাসীসহ শোকার্ত মানুষরা অংশ নেয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়। এ সময় শোকার্তদের বিলাপে পুরো পরিবেশ ভারি হয়ে উঠে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে ঢাকার বেইলি রোড়ের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসার তার স্ত্রী স্বপ্না বেগম ও দুই মেয়ে কাশপিয়া, উম্মে নূর ও ছেলে সৈয়দ আব্দুল্লাহ্ নিহত হন।
বিবার্তা/নিয়ামুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]