
‘করবো বীমা গড়বো দেশ-স্মার্ট হবে বাংলাদেশ’ এই স্লোগানে শেরপুরের ঝিনাইগাতীতে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
১ মার্চ, শুক্রবার সকালে উপজেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে। সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ওই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, জাসদের উপজেলা সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, নলকুড়া ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান, সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ।
পরে বীমা বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিবার্তা/মনির/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]