
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২৫ কৃষকের প্রায় ১৬ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়েছে। এতে কৃষকদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার জোড়াদহ গ্রামের মাঠপাড়া এলাকার মাঠে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী পান চাষি নজির উদ্দিন বলেন, সকালে মাঠে গিয়ে দেখি আমার পানের বরজে আগুন জ্বলছে। তখন আমি চিৎকার করতে থাকি। পরে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসলেও তার আগেই পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই মাঠের প্রায় ১৬ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও বলেন, ধার-দেনা করে ও গ্রাম্য ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে সার-কিটনাশক কিনে ৬০ শতাংশ জমিতে পানের চাষ করেছিলাম। এতে আমার প্রায় ৩-৪ লাখ টাকা ব্যয় হয়েছিল। এবার পানের ফলনও ভালো হয়েছিল। এই সপ্তাহে সব পান বিক্রির ভাবনা ছিল। কিন্তু তার আগেই আগুনে পড়ে আমার সব শেষ হয়ে গেল। এখন মহাজনদের ধারদেনা কীভাবে পরিশোধ করবো!
এমন দুশ্চিন্তা এখন শওকত আলী, ইছাহক আলী, মিলন, বাকের আলী, মোজাফ্ফর, আসর আলী, রিকজুল, লিয়াকত, শরিফুল ইসলাম, আদিলসহ ক্ষতিগ্রস্ত কৃষকদের।
জোড়াদহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু জানান, পুরো মাঠের পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। কৃষকদের মধ্যে এখন হাহাকার বিরাজ করছে।
হরিণাকুণ্ডু ফায়ারসার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মাসুদ জানান, প্রথমে তাঁরা স্থানীয়দের মাধ্যমে মোবাইল ফোনে এবং পরে ৯৯৯ থেকে তাঁদেরকে আগুনের খবর জানানো হয়। তাঁদের দুটি ইউনিট সেখানে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিড়ি সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]