
ফেনীতে কিশোর গ্যাংয়ের দুর্ধর্ষ গ্রুপ প্রধানসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্প।
২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ভোরে শহরের রামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাবের একটি দল।
জানা গেছে, ফেনী শহরের রামপুর এলাকার দুর্ধর্ষ কিশোর গ্যাং 'এস.ডি.কে গ্রুপ' প্রধান মোহাম্মদ রাব্বির নেতৃত্বে আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে গ্রুপ প্রধান রামপুরের মোহাম্মদ মিলনের ছেলে মোঃ রাব্বি (২০), তার সহযোগী মোঃ ইউসুফ ছেলে মোঃ তৌহিদুল প্রকাশ সাগর (১৭) ও মোঃ হেলাল উদ্দিনের ছেলে মোঃ ফখরুল (২০) কে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম বলেন, ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কিশোরগ্যাং বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]