
বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা সুচন্দা, চম্পা আর ববিতা ঘুরলেন সুন্দরবন।
২৮ ফেব্রুয়ারি, বুধবার দুপুর ১২টায় তারা পূর্ব সুন্দরবনের করমজল ঘুরে দেখেন। আত্মীয়স্বজন নিয়ে এ তিন অভিনেত্রী করমজল স্পটে প্রায় একঘন্টা অবস্থান করেন।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলার আজাদ কবির জানান, এক সময়ে বাংলা চলচিত্রের তিন অভিনেত্রী সুচন্দা, ববিতা ও চম্পা তিনদিনের জন্য সুন্দরবনে ঘুরতে আসেন। গত সোমবার তারা লঞ্চযোগে সুন্দরবনের প্রবেশ করেন। কটকা, কচিখালীসহ বিভিন্ন এলাকা ঘুরে আজ করমজলে আসেন। এক সময়ে জনপ্রিয় অভিনেত্রীরা সুন্দরবন ঘুরে আনন্দ উপভোগ করেছেন বলে তাদেরকে জানিয়েছেন।
বিবার্তা/জাহিদ/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]