
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার অপরাধে চুয়াডাঙ্গায় দুই প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
২৮ ফেব্রুয়ারি, বুধবার দুপুরে সদর হাসপাতাল রোডে অবস্থিত এসব ক্লিনিকে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বে দেন সংস্থাটির চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান শেষে তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনায় আজ চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি করা হয়। এসময় মদিনা ক্লিনিকের ফ্রিজ থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ অ্যানেস্থেসিয়া (অজ্ঞান) ইনজেকশন উদ্ধার করা হয়। একই সাথে ক্লিনিকের বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় মদিনা ক্লিনিকের মালিক হুমায়ন কবিরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া গ্রীন লাইফ মেডিকেল সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন রোগ নির্ণয় করার মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট উদ্ধার করা হয়। ওই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আরফিনা খাতুনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, স্যানেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
বিবার্তা/আসিম/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]