
পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়।
২৮ ফেব্রুয়ারি, বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার শামীম আহমেদ। এসময় কাউখালী থানা পুলিশ তাকে সহযোগিতা করে।
জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর হাসপাতাল রোড, আমরাজুড়ি ফেরিঘাট এবং মহিলা কলেজ এলাকায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে ভাই ভাই মেডিকেল হলকে ২ হাজার ৫০০ টাকা, মদিনা ডেইরি এন্ড সুইটসকে ৩ হাজার টাকা, মায়ের দোয়া বেকারীকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বিবার্তা/রবিউল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]