
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামে ট্রেনের ধাক্কায় ফাহাদ হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি, বুধবার সকাল সাড়ে ৯টায় ওই গ্রামের রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত ফাহাদ হোসেন রাঙ্গিয়ারপোতা গ্রামের কুয়েত প্রবাসী আব্দুস সামাদ সর্দারের ছেলে। ফাহাদ এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, সকালে ওই স্কুলছাত্র মোটরসাইকেল যোগে বাড়ি থেকে গ্রামের মাঠে যাচ্ছিলো ভুট্টার পাতা আনতে। পথে রেলক্রসিংয়ে পৌঁছালে খুলনা থেকে চিলাহাটীগামী রুপসা-৭২৭ নং ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল দুমড়ে মুচড়ে ১০ থেকে ১৫ গজ দূরে চলে যায়।
খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শহিদুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র মারা গেছে আমরা শুনেছি। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
বিবার্তা/রায়হান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]