
শিল্পকলা একাডেমির সাবেক সহকারী পরিচালক শাহজাহান কবির মারা গেছেন।
২৬ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৭টার দিকে রাজধানীর মিরপুর আলোক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মরহুম শাহজাহান কবির রেডিও বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের শিল্পী হিসাবেও গান পরিবেশন করেছেন।
এছাড়াও জেলা পর্যায়ের শিল্পকলা একাডেমির ট্রেইনার হিসাবে কাজ করেছেন।
তিনি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর নামদারপাড়ার সাবেক পুলিশ অফিসার মৃত রমজান আলীর পুত্র ও পৌরসভার সাবেক কাউন্সিলর শরাফৎ হোসেন পুটকের বড় ভাই।
মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একমাত্র ছেলে বুয়েট ইঞ্জিনিয়ার ফখরুল কবির অস্ট্রেলিয়া প্রবাসী।
সোমবার বিকালে মরহুমের জানাজার নামাজ শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি সালাহউদ্দিন বুলবুল সিডল, সাবেক মেয়র জাহিদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানা শ্রেণি পেশার মানুষ।
শাহজাহান কবিরের মৃত্যুতে বিভিন্ন মহল শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিবার্তা/রায়হান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]