
ঝিনাইদহ জেলা কারাগারে নারী শিশু নির্যাতন মামলায় দণ্ডপ্রাপ্ত মিলন লস্কর (৩০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
২৬ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৭টায় জেলা কারাগারে তার মৃত্যু হয়। সে ঝিনাইদহ জেলা শহরের পরবহাটি গ্রামের আতিয়ার লস্করের ছেলে।
খবর নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার।
তিনি জানান, কারাগারেরর চিত্রা ৩নং ওয়ার্ডের কয়েদি ছিলেন মিলন। ফজরের নামাজ আদায় শেষে সকাল ৬টা ৪০ মিনিটের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জেলার জানান, নারী শিশু নির্যাতন দমন আইনে গত ২ জানুয়ারি মিলনকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। সেই থেকে কারাগারের চিত্রা ৩নং ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে বলে জানান জেলার ।
বিবার্তা/রায়হান/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]