
পূর্ব বিরোধের জেরে পাবনায় আবুল কাশেম নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিবেশীরা।
গত ৯ ফেব্রুয়ারি রাতে পাবনার শালগাড়িয়ার তালবাগান খাদিজাতুল কুবরা জামে মসজিদের জলসায় আবুল কাশেমের (নিহত) সাথে কথা কাটাকাটি হয় একই এলাকার সামির হোসেন ও তার পিতা লাড্ডু সুলতানের। পরে স্থানীয়রা সেটি মিমাংসা করে দেয়।
২৫ ফেব্রুয়ারি, রবিবার সেই বিরোধের জেরে বিকেলে আবুল কাশেম তার বাড়ি থেকে সামির হোসেনের বাড়ির দিকে গেলে সামিরের বাবা লাড্ডু সুলতান সেটা দেখতে পান। পরে সে বাড়ি থেকে চাকু এনে আবুল কাশেমকে বেধরক চাকু দিয়ে আঘাত করতে থাকে। এসময় সামির ও তার বাবার নেতৃত্বে ৭-৮ জন যুবক সেখানে উপস্থিত হয়ে তারাও এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। এক পর্যায়ে আবুল কাশেম নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কাশেম পাবনার স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি করতেন।
এলাকাবাসী জানান, উচ্ছৃঙ্খল চলাফেরা, মেয়েদেরকে উত্যক্তসহ নানা অভিযোগ রয়েছে অভিযুক্ত সামিরের বিরুদ্ধে। আর সামিরের বাবা ছিল এলাকার রংবাজ।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমাদের অভিযান অব্যাহত আছে।
বিবার্তা/পলাশ/রোমেল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]