
রাজশাহী জেলার বাঘা উপজেলায় ৫০২ বোতল ফেন্সিডিলসহ মো. নাহিদ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (মহাজনপাড়া) বেড়ি বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাহিদ কাশিয়াডাংগা থানার হরিপুর এলাকার মো. সাইদুল রহমানের ছেলে।
২৫ ফেব্রুয়ারি, রবিবার র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ৫০২ বোতল ফেন্সিডিলসহ নাহিদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
বিবার্তা/রানা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]