
রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকির অভিযোগে ও আসামিদের আইনের আওতায় আনতে ডিবি কার্যালয়ে গিয়েছেন আয়ানের বাবা শামীম আহমেদ।
২৫ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি। তিনি ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে আয়ানের বাবা শামীম আহমেদ জানান, ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে বিভিন্নভাবে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। অন্যদিকে, থানা পুলিশও আসামিদের গ্রেফতার করছে না। আসামিরা বহালতবিয়তে অফিস করছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অব্যাহতিও দেয়নি। পুলিশও তাদের ধরছে না।
এ অবস্থায় ডিবি প্রধানের কাছে লিখিত অভিযোগ করতে তিনি ডিবি কার্যালয়ে এসেছেন।
তিনি বলেন, ডিবিই আমাদের শেষ ভরসাস্থল। আশাকরি, আসামিদের ডিবি গ্রেফতার করবে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]