মোরেলগঞ্জে ১৭০ ভ‌রি স্বর্ণ ছিনতাই
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৬
মোরেলগঞ্জে ১৭০ ভ‌রি স্বর্ণ ছিনতাই
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে চলতি পথে গতিরোধ করে গলায় ফাঁস লা‌গিয়ে মিলন কর্মকার নামে এক ব্যবসায়ীর ১৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় তার কাছ থেকে প্রায় পৌনে ২ কো‌টি টাকা মূল্যের স্বর্ণ ছিনতাই করা হয়। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে সক্ষম হয়‌নি পুলিশ।‌


শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌর সদরের সেরেস্তাদারবা‌ড়ি আবা‌সিক এলাকার এক‌টি সড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।


ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী মিলন কর্মকার বলেন, আমি মোরেলগঞ্জ বাজারের নিলয় জুয়েলার্সের স্বত্বাধিকারী। প্রতিদিনের মতোই আমি আমার দোকান বন্ধ করে বিদুৎ চা‌লিত মোটরবাইক যোগে বাড়ি ফিরছিলাম।


তিনি বলেন, পথিমধ্যে এক‌টি মোটরসাইকেল করে তিনজন ছিনতাইকারী বাইকের গতিরোধ করে আমার গলায় ফাঁস লাগি‌য়ে আমাকে অচেতন করে ফেলে আমার বাইকটি নিয়ে চলে যায়। বাইক‌টির সিটের নিচের ডি‌গিতে আ‌মার এবং আমার শ‌্যালক সুমনের নি‌ধিম‌নি জুয়েলার্সের ১৭০ ভরি স্বর্ণ রাখা ছিল। যার মূল‌্য বর্তমান বাজার দরে প্রায় পৌনে ২ কো‌টি টাকা।


খবর পেয়ে জেলা গোয়েন্দা পু‌লিশ- ডি‌বি ও পি‌বিআই‌য়ের দু‌টি টিম ঘটনাস্থল প‌রিদর্শন করেছেন।


মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসু‌দ্দিন জানান, আজ শ‌নিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পৌর সদরের কু‌ঠিবা‌ড়ি এলাকায় পানগুছি নদীর তীর থেকে প‌রিত‌্যক্ত অবস্থায় ওই স্বর্ণ ব‌্যাসায়ীর বাইক‌টি উদ্ধার করা হয়েছে।


তি‌নি জানান, ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।


বিবার্তা/রাজু/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com