
রাজবাড়ীর কালুখালিতে ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে শরিফ খান নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রুপসা স্লুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফ খান কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের ধানবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, স্লুইচ গেট এলাকায় মুদি দোকান ছিল শরিফের। ঘটনার রাতে পাশের এক মাহফিলে যেতে বাড়ি থেকে বের হন তিনি। পরে বাজার এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।
রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ জানান,এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
বিবার্তা/মিঠুন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]