চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তালা ও ব্যাটারিতে বিশেষ কায়দায় লুকিয়ে আনা দেড় কেজির বেশি স্বর্ণ জব্দ করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি, বুধবার সকালে অভিযান চালিয়ে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে সর্বমোট ১কেজি ৬১৯গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়। তবে ওই যাত্রীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিমানবন্দরের সূত্র জানায়, সকাল ৯টা ৪৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট (FZ-0563) চট্টগ্রাম পৌঁছে। ওই ফ্লাইটে থাকা এক যাত্রীর মালামাল তল্লাশি করে সোনা উদ্ধার করা হয়।
অভিযুক্ত যাত্রী একটি বড় তালার ভেতর এবং ইলেকট্রিক চার্জার লাইটের ব্যাটারির ভেতরে সোনার পাতের ওপর লিথিয়ামের প্রলেপ দিয়ে বিশেষ কৌশলে সোনা আনে বলেও সূত্র জানায়।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]