চাঁদপুরের হাজীগঞ্জে এক গৃহবধূ তার দুই শিশু তাবাচ্ছুম (৬) ও ফাতেহাকে (৪) বিষপান করিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন এক মালেয়েশিয়া প্রবাসীর স্ত্রী।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে বাকিলার শ্রীপুর উত্তরে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার দুই শিশু মেয়ে।
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সূত্র জানায়, বিষপান করা ওই গৃহবধূর নাম তানিয়া আক্তার (২৭)। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তবে তাবাচ্ছুম ও ফাতেহা এখনও চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে।
তানিয়ার স্বজন আছমা বেগম বলেন, মালেয়েশিয়া প্রবাসী কাউসারের স্ত্রী তানিয়া। প্রায় বছরখানেক আগে কাউসার বিদেশে গেছেন। আর এই সময়ে তাদের দূরুত্বে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে মনক্ষুণ্ন ছিলেন তানিয়া। ধারণা করা হচ্ছে, রাতে তানিয়া এই বিষপানকাণ্ড করেন।
এ বিষয়ে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা বলেন, শিশুদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। কিন্তু শিশুরা এখনও আশঙ্কামুক্ত নয়।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]