কুষ্টিয়ায় ২১’র প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৮
কুষ্টিয়ায় ২১’র প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ বুধবার রাত ১২টা ১মিনিটে কুষ্টিয়া কালেক্টর চত্বরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার নেতৃত্বে জেলা প্রশাসন।


এরপর কুষ্টিয়া পুলিশ সুপার মো. আব্দুর রকিবের নেতৃত্বে কুষ্টিয়া জেলা পুলিশ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির পক্ষে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


বিবার্তা/শরীফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com