
ঝিনাইদহে জাঁকজমক আয়োজনে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে ।
২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে সরকারি কেসি কলেজ শাখার সাংস্কৃতিক সংগঠন কসাস ক্যাম্পাস চত্বরে এ আয়োজন করে ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সাংসদ নাসের শাহরিয়ার জাহেদী মহুল।
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ১০ স্টলে বাহারি ও হারিয়ে যাওয়া পিঠা, পায়েস, পুলিসহ পুরনো ঐতিহ্যের মজাদার খাবার এ প্রজন্মের কাছে তুলে ধরা হয়। স্টলগুলোর দায়িত্বে ছিল কেসি কলেজের ছাত্র-ছাত্রীরা।
এসময় কসাস সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশন করা হয়।
কলেজের অধ্যক্ষ অশোক কুমার মৌলিকের সভাপতিত্বে এতেও উপস্থিত ছিলেন, কসাসের পৃষ্টপোষক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুল করিম মিন্টুসহ বিভিন্ন গণ্যমান্য অতিথিবৃন্দ ।
বিবার্তা/রায়হান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]