দৌলতপুরে অন্যের জমি দখল করে লিজ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৩
দৌলতপুরে অন্যের জমি দখল করে লিজ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হলুদবাড়ি গ্রামে অন্যদের জমি দখল করে নাসির গ্রুপকে রাস্তা হিসেবে লিজ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জমির মালিক সহ এলাকাবাসী।


সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৬ ঘটিকার সময় আল্লারদর্গা হলুদবাড়ি গ্রামে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


আল্লারদর্গা বাজার কমিটির সাবেক সভাপতি মঞ্জুরুল হক মানিকের সভাপতিত্বে কয়েকশত এলাকাবাসী উপস্থিত ছিলেন।


মানববন্ধনে মঞ্জরুল হক মানিক বলেন, লিজ দিয়েছে আলতাফ হোসেন আর নিয়েছে বিড়ি ফ্যাক্টরির ফারুক সাহেব। জমির মূল মালিক পাকু, রঞ্জিত, তনজিত, মোক্তার, মসলেম, স্বপন, আলীরাজ আর রশিদের জমি। সে(আলতাফ) এই জমির মালিক না, সে এই জমি নিজের বলে লিজ দিয়ে টাকা নিয়ে চলে গিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।


জমির মালিক রঞ্জিতের ছেলে বুলবুল ও মসলেম উদ্দিনের ছেলে সুজন আলী বলেন, আমরা ৪-৫ টা ফ্যামিলি আছি, এই জমি আমাদের। আলতাফ ভাই কীভাবে আমাদের জমি ফ্যাক্টরির কাছে লিজ দিয়ে টাকা নিয়ে ঢাকায় চলে গেল। আমরা এর বিচার চাই, কীভাবে অন্যের জমি সে লিজ দিয়ে চলে যায়। এই ঘটনার তদন্ত করে সঠিক বিচার চাই।


এ ব্যাপারে আলতাফ হোসেনের বক্তব্য নিতে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এমনকি মোবাইলে ম্যাসেজ করলেও তিনি সাড়া দেননি।


নাসির গ্রুপের কর্মকর্তা ফারুক হোসেনের বক্তব্য নিতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার পরেও তার বক্তব্য পাওয়া যায়নি।


বিবার্তা/তুহিন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com