
জাল দলিল করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেছে সাভারের বেদে সম্প্রদায়।
১৯ ফেব্রুয়ারি, দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে প্রতারণার শিকার মুরাদ হোসেন বলেন, সারা জীবনের সঞ্চয় দিয়ে বেদে সম্প্রদায়ের ১৫/২০টি পরিবার প্রতারক বাবুল হাওলাদারের কাছ থেকে জমি ক্রয় করেন। বাবুল হাওলাদার প্রায় ৯ মাস আগে জমি রেজিষ্ট্রেশনও করে দেয়। কিন্তু জমি দখল নিতে গেলে মূল মালিক অবায়দুর রহমান আমাদের বাঁধা দেয়। পরে খোঁজ খবর নিয়ে দেখি আমাদের সাথে জাল দলিলের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে। আমরা এর বিচার চাই।
মানববন্ধনে সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর রমজানসহ বেদে সম্প্রদায়ের প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]