
চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরিফুল হক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নতুন তেঁতুলিয়া গ্রাম এ ঘটনা ঘটে।
মো. আরিফুল হক ওই গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, আরিফুল হক নিজের বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জীবননগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মতিয়ার রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে মো. আরিফুল হকের মৃত্যু হয়েছে। মরদেহ বাড়িতে আনা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, আরিফুল তার নিজের বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন। এ সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]