
রাজবাড়ীতে এসিআই এনিমেল জেনেটিক্স এর কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রোজেনী শো ও বার্ষিক এল-এ কনফারেন্স ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি, শুক্রবার সকালে বাণিবহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসিআই এনিমেল জেনেটিক্সয়ের আয়োজনে গবাদিপশু পালনকারী খামারীগনের অংশ গ্রহণে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয় খামারিদের কাছে থেকে এসি আই এর হিমায়িত সিমেন বা বীজ দ্বারা উৎপাদিত হলস্টিন ফ্রিজিয়ান এবং শাহীওয়াল জাতের ৪০ টি সংকর বাছুর প্রদর্শিত হয়।
এসিআই এনিমেল জেনেটিক্সের বিজনেস ডাইরেক্টর মোজাফফর উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক (এ আই) ডা. মো. কামাল বাশার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাজবাড়ী সদর ডা. খায়ের উদ্দিন আহমেদ, এসিআই এনিমেল জেনেটিক্সের চিফ এডভাইজার ডা. অরবিন্দ কুমার সাহা, ডা. হীরোন রঞ্জন ভৌমিক, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার ডা. মনিরুজ্জামান ও বাণিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।
বক্তারা বলেন, দেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের গরু ও দুধ উৎপাদনের লক্ষ্যে খামারীদের সাথে নিয়ে এসিআই এনিমেল জেনেটিক্স নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এতে খামারিরা অনেক লাভবান হচ্ছে যার ফলসরূপ বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং প্রাণিজ আমিষের নিরবচ্ছিন্ন সরবরাহ করছে।
এসিআই এনিমেল জেনেটিক্সের চিফ এডভাইজার ডা. অরবিন্দ কুমার সাহা, জাত উন্নয়নের ইতিহাস এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন সাথে বাছুরের পরিচর্যা বিষয়ে বিস্তার আলোচনা করেন।
সমাপনী বক্তব্য এসিআই এনিমেল জেনেটিক্সের বিজনেস ডাইরেক্টর এবং অনুষ্ঠানের সভাপতি মোজাফফর উদ্দিন আহম্মেদের জানান, তারা সবসময় খামারি ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এদেশে দুগ্ধ শিল্পের বিকাশে এসিআই এর হিমায়িত সিমেন বা বীজের গুরুত্ব আলোকপাত করেন।
বিবার্তা/মিঠুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]