
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাসের ধাক্কায় মফিজ উদ্দিন (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
১৬ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নাটুদহ ইউনিয়নের তালসারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজ উদ্দিন একই উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মফিজ উদ্দিন মোটরসাইকেল নিয়ে তালসারি নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগতির পিকনিক বাস পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় মফিজ উদ্দিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, পিকনিকের বাসটি সাতক্ষীরা থেকে মুজিবনগরে উদ্দেশ্যে যাচ্ছিল। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ করেননি।
বিবার্তা/আসিম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]