
সাভারে নর্থ সাউথ ইউনিভার্সিটির আবির মাশরুর ডায়মন্ড নামের এক শিক্ষার্থীর রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে।
১৬ ফেব্রুয়ারি, শুক্রবার সকালে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, নিহত শিক্ষার্থী রাজধানীর বসুন্ধরা এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএতে পড়াশুনা করে আসছিল।
নিহত আবির মাশরুর ডায়মন্ড বগুড়া জেলার সদর থানার গাবতলী গ্রামের মিজানুর রহমানের ছেলে।
গতকাল তিনি বসুন্ধরার নিজ ভাড়া বাসা থেকে সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির কয়েকজন বন্ধুর বাসায় বেড়াতে আসে। পরে তিনি গভীর রাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে পাঁচ তলার ছাদ থেকে মাটিতে পড়ে যান। এসময় তার বন্ধুরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ সকালে তার লাশ উদ্ধার করেছে।
তার মৃত্যু নিয়ে দেখা দিয়েছে রহস্য। কীভাবে সে এত রাতে ছাদে থেকে মাটিতে পড়ে গেল তা নিয়েও স্থানীয়দের মাঝে রহস্যর দানা বেধেছে।
কীভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানার এস আই দিদার।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]