
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে সরাসরি রাশিয়া থেকে ছেড়ে আসা ভেনুটা পতাকাবাহী জাহাজ এমভি আনকা স্কাই মোংলা বন্দরে পৌঁছেছে।
১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিভিন্ন ধরণের মেশিনারী মালামাল নিয়ে রাশিয়া থেকে আসা এ জাহাজটি বন্দর ৮নং জেটিতে ভিড়ে।
বিদেশি এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্স’র খুলনার ম্যানেজার সাধন কুমার চক্রবর্তী জানান, গত ৬ জানুয়ারি রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে ৫০১ প্যাকেজের ১ হাজার ১০ মেট্টিক টন মেশিনারি মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি। এরপর আজ সন্ধ্যায় বন্দর জেটিতে ভিড়ে এ জাহাজটি। এরপর আজ রাত থেকেই এ জাহাজটি হতে বিভিন্ন মেশিনারি মালামাল কাজ শুরু হবে। খালাস শেষে এ পণ্য সড়ক পথে নেয়া হবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে।
বিবার্তা/রানা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]